কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
আজ পশ্চিম বাংলার মহাসপ্তমীর দিনে উত্তর বঙ্গের বাগডোগরা বিমান বন্দরে গনমাধ্যমের কাছে বলেন যে পশ্চিম বাংলার যত আমলা ও আই এ এস এবং আই পি এস অফিসার আছেন তাদের কে আজ দলদাসে পরিনত করছে বর্তমান সরকার। এর ফলে সাধারণ মানুষের ন্যায় বিচার পেতে অসুবিধা হচ্ছে। তার কথায় ক্ষমতায় আসার সময় এই সরকার একথা বলেন, এবং আসার পর অন্য কাজ করেন। তিনি পশ্চিম বাংলার বর্তমান হিঙসা ও নারীদের উপর অত্যাচার বেড়ে চলার জন্য প্রশাসন কে দায়ী করেন। এবং রাজনৈতিক খুন ও ঘরদর লুটপাট ও নারীদের উপর অত্যাচার দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি পশ্চিম বাংলার রাজভনের সাথে নবান্ন সম্পর্ক অবনতি ঘটতে চলেছে। তার কারণ হিসেবে গতকাল পশ্চিম বাংলার মুখ্যসচিব কে রাজভনে ডেকে পাঠান পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড় সেই পরিপ্রেক্ষিতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ডাকার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। যার পরিপ্রেক্ষিতে আজ পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ও আমলের কাজের বিষয়ে বিরক্ত প্রকাশ করেন। এবং পশ্চিম বাংলার আমলা ও সচিব এবং প্রশাসনিক কর্মকর্তারা দলদাসে পরিনত হয়ে কাজ করছেন বলে জানিয়েছেন। আজ পশ্চিম বাংলার রাজ্যপাল উত্তর বঙ্গের বিভিন্ন উন্নয়ন নিয়ে সেখানকার সচিব ও অফিসার সহ বিভিন্ন জেলার ডি এম কে নিয়ে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি