ডন ডেস্ক:-
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর এবং সন্ত্রাস, জঙ্গীবাদ, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি অবলম্বন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল বগুড়ার শেরপুর এলাকায় মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন। সোমবার ( ১১ অক্টোবর,২০২১) রাত ১১:৩০ ঘটিকার দিকে পরিচালিত এ অভিযানে গ্রেফতার করা হয় এক মাদক কারবারিকে। এ অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়, ২৭৮ বোতল ফেনসিডিল,অন্যদিকে, মঙ্গলবার ( ১২ অক্টোবর,২০২১) দিবাগত রাত ১২:২০ ঘটিকার দিকে সিরাজগন্জের সদর এলাকায় আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন র্যাব-১২ এর সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির অন্য একটি অপারেশন টিম। এ অভিযানে গ্রেফতার করা হয় এক নারী মাদক কারবারিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়, ৩৯০ বোতল ফেনসিডিল।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি