কুষ্টিয়া প্রতিনিধি:-
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন কেন্দ্র করে খাড়ারার গ্রামের খোকন মেম্বার ও বিশু মেম্বার নেতৃত্বে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্তু দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। পরিস্হিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনা স্হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সরেজমিনে ঘুরে জানা যায়, সাবেক মেম্বার খোকন ও বিশুর মেম্বার সদ্য আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম সাইদুলের পক্ষ নিয়ে বর্তমান চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাসের সমর্থকদের বাড়ির ঘরে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে দফায় দফায় হামলা চালিয়ে কমপক্ষে ২০থেকে ২৫টি বাড়িতে ব্যাপক ভাংচুর ও ও লুটপাট করা হয়েছে। নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, ৬টি গরু, ছাগল, সাইকেল, দামি আসবাবপত্র ও গবাদিপশু লুটপাট করে এবং কয়েকটি মটর সাইকেল, বিদ্যুৎ মিটার ভাংচুর করে।হামলায় আজমল মন্ডল (৩০) খাইরুল মন্ডল (৪০) মিনাজ ও রেজাউল সহ প্রায় ১০ আহত হয়েছে।তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসধীন রয়েছ।
এলাকাবাসী সুত্রে জানাযায় খোকন মেম্বার আগে বিএনপি করতো পরে আওয়ামীলীগ যোগদান করে বিভিন্ন অপকর্ম সাথে জরিত।তার অপকর্মেরর জন্য দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। হামলার স্বীকার মারফত আলী বিশ্বাস জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অতর্কিতভাবে হামলা চালায়। মাঠে কাজ করার পুরুষ -নারী কোন কিছু বুঝে ওঠার আগেই খোকন মেম্বার ও বিশু মেম্বার এর নেতৃত্বে তিনটি গ্রুপে প্রায় ২০০থেকে ৩০০ জন এই ভাংচুর ও লুটপাটের তান্ডব ঘটনা ঘটায়। এ সময় আলম মন্ডল, মহি মন্ডল, ইজা মন্ডল, শাহাজাহান মন্ডল, রাশতুল্লা মন্ডল, রায়হান মন্ডল, মারফত আলী,মিনাজ মন্ডল, খাইরুল,আজমল মন্ডল, রেজাউল মন্ডল সহ প্রায় ২০ থেকে ২৫ জনের বসতঘরে ব্যাপক ভাংচুর করা হয়েছে।