প্রতিবেদক:-
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাথে বিএফইউজের মহাসচিব প্রার্থী দীপ আজাদ ও সহ-সভাপতি প্রার্থী আফরোজা আক্তার ডিউ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কাঙাল হরিনাথ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব প্রার্থী দীপ আজাদ, সহ-সভাপতি প্রার্থী আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি কামরুন্নাহার কলি, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ ইমরান হাসান পাপ্পু, দপ্তর সম্পাদক ফিরজো কায়সার, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর খাঁন। এছাড়াও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সদস্যরা এই সভায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আমাদের ভোটের মূল্যায়ন করে আপনারা নির্বাচিত হয়ে তৃণমূলকে ভুলে না গিয়ে ইউনিয়নকে আরও শক্তিশালী করবেন। সারাদেশে নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবেন। প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব প্রার্থী দীপ আজাদ বলেন, আজ সময় এসেছে সিদ্ধান্ত নেবার। আপনাদের একটি ভোট সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। আপনারা বেসিক ইউনিয়ন বিএফইউজের প্রাণ। আপনারা ভালো থাকলে বিএফইউজে ভালো থাকবে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি