ডন ডেস্ক:-
২০ অক্টোবর রাজশাহী যাওয়ার পথে তুলিকা বেগম (২৬) নামে ঐ প্রসূতি মায়ের মৃত্যু হয়। জানা যায় গত ১৮ অক্টোবর ইবি থানাধীন ১১ নং আব্দালপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের মল্লিক পাড়ার মাহাবুল (৩৩) এর স্ত্রী তুলিকা বেগম এর প্রসব বেদনা উঠলে তাৎক্ষণিকভাবে তাকে হরিনারায়নপুর সেবা ক্লিনিকে ভর্তি করলে বিকাল ৫ টার সময় ড. আশিকুর রহমান তাকে সিজার করেন। সিজারে তুলিকা বেগম এর কন্যা সন্তান হয় তবে সন্তান সুস্থ থাকলেও ক্রমেই অবস্থার অবনতি হতে থাকে তুলিকা বেগমের। পরে ক্লিনিক কর্তৃপক্ষ অবস্থা বেগতিক দেখে পরদিন বিকাল পাঁচটায় রিলিজ দিয়ে তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেন। কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে তুলিকা বেগমের অবস্থা অবনতি পর্যবেক্ষণ করে তাকে রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেন। পরে রাজশাহী মেডিকেল থেকে তাকে মৃত ঘোষণা করা হয় এবং সিজারের সময় উনার নারী কেটে ফেলা হয়েছে বলে জানান।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি