কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
পশ্চিম বাংলার রাজ্যে রাজনীতি তে একটি যুগের নক্ষত্র পত্তন ঘটল। কাল রাতে পশ্চিম বাংলার পঞ্চায়েত মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ শ্রী সুব্রত মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতা এস কে এম হাসপাতালে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সকলের ছেড়ে চলে যান এক অজানার দেশে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায়, ৭৫, । দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলার রাজ্যে রাজনীতি তে তার সাফল্য ধারাবাহিক ভাবে সাফল্য অর্জন করে। তার সময় কলকাতা পৌরসংস্থা শ্রেষ্ঠ শহরে পরিণত হয় কলকাতা। তিনি যখন কলকাতা পৌরসভার মেয়র ছিলেন তখন জনকল্যাণ মূলক কাজ করেন। তিনি, ১৯৭১,সালে, প্রথম পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থ সন্কর রায়ের সময় সরাস্ট্র দপ্তরের রাস্ট্র মন্ত্রী হিসেবে কাজ শুরু করেন। তিনি ভারতের সাবেক প্রায়ত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে কাজ করেন পশ্চিম বাংলার রাজ্যে রাজনীতি তে। দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বাংলার নেতা ও পশ্চিম বাংলার বিধান সভার বিধায়ক হিসেবে কাজ করেন। পরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃনমূল দলে যোগ দেন। এবং কলকাতার বালিগঞ্জ বিধান সভা থেকে নির্বাচিত হন। এবং তিন দফায় তিনি মন্ত্রী হিসেবে কাজ করেন। এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই কাছের মানুষ ছিলেন। এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে রাজনীতি তে আনার মালিক ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। আজ তার অকাল মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড় এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী এবং বামফ্রন্ট নেতা বিমান বসু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। আজ রাস্ট্রীয় মর্যাদায় তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে। সেখানে উপস্থিত থাকবেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জনাব ববি হাকিম ও শ্রী সুব্রত বক্সী সহ তৃনমূল দলের নেতৃত্ব।