ডন ডেস্ক:-
কুষ্টিয়া মজমপুরের কোল ঘেঁষে রেললাইন আর এই রেললাইনে জমে উঠেছে মাদকের সর্গরাজ্য। এলাকাবাসী সৃত্রে জানা যায় রেললাইনে বসবাস করা কিছু লোকজন এই মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত এলাকাবাসীর অভিযোগ একাধিক বার নিষেধ করা সর্থেও বন্ধ করেনি মাদক ব্যবসা। রেললাইনের আশেপাশে উঠতি বয়সের যুবকেরা দিনের পর দিন ঝুকছে মাদকের নেশায়। এলাকাবাসীর সূত্রে আরো জানা যায়, (সুমন) পিতা দেলোয়ার, (খাইরুল) পিতা ইউনুস, (পিকলু) পিতা (অজ্ঞাত) (জাফর) পিতা মখছেদ এরা মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত এবং একাধিক বার মাদকদ্রব্য আইনে কারাবাসও করেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন মাদকের কালো থাবার হাত থেকে যুবসমাজকে রক্ষা করুন এবং মাদক ব্যবসার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ জালাল এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান আমার ১৮ নং ওয়ার্ড এখন মাদকের হটস্পটে পরিনিত হয়েছে আমি নিজে একা নিয়োনত্রিত করতে সক্ষম হচ্ছিনা এ ব্যাপারে আমি কুষ্টিয়া পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি।