ডন ডেস্ক:-
গত ১২/১১/২১ শুক্রবার কুষ্টিয়া হাইস্কুল মাঠে প্রয়াত সাংবাদিক রিয়াজ জিল্লু সৃতি ফুটবল টুর্ণামেন্টের জিবি স্পোটিং ক্লাব বনাম ভোরের পাখি একাদশের মধ্যকার ফাইনাল খেলা চলাকালীন অবস্থায় বহু মামলার আসামী আলোচিত সমালোচিত কিশোর গ্যাং নেতা ও চিহ্নত মাদক ব্যাবশায়ী এসকে সজিব গনপিটুনিতে আহত হয়েছে। ঘটনা স্থানে যেয়ে প্রত্যাক্ষদর্শীদের কাছে জানা যায় ফাইনাল খেলায় অংশগ্রহণকারী জিবি স্পোটিং ক্লাবে বাংলাদেশের স্বনামধন্য ও কুষ্টিয়া জেলা দলের খেলোয়ারেরা অংশগ্রহণ করে। তাদের খেলা দেখতে এবং জিবি স্পোটিং এর প্রচুর সমর্থক ও সাধারন হাজার হাজার দর্শক পরিবার নিয়ে মাঠে আসে খেলা উপভোগ করতে। খেলা চলাকালীন অবস্থায় সজিব তার গ্যাং নিয়ে মাঠে এসে মহিলাদের বিভিন্নভাবে উত্তপ্ত করতে থাকে। সেখানে সকলের সামনেই চালাতে থাকে তার মাদকের লেনদেন। এ সকল কাজের প্রতিবাদ করায় স্কুল ছাত্র মিশু ও জুয়েলকে ছুড়িকাঘাত করে সজিব গ্যাং। এবং বলতে থাকেন আমি ব্রান্ড আমি সজিব যেখানে যা মন চায় আমি তাই করবো, এই শহর আমার, কেউ আমার কিচ্ছু করতে পারবেনা, মাঠে এখন খেলা বন্ধ করতে হবে মাঠে প্রবেশ করে চিল্লিয়ে বলতে থাকেন। তখন উৎসুক দর্শক ও ফুটবল খেলোয়ারেরা সজিবকে গণপিটুনি দেই। পরে মাঠে থাকা অতিথিরা সজিবকে রক্ষা করে কুষ্টিয়া সদর থানায় তুলে দেই। সজিব রক্তাত্ত আহত থাকায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ সহ্য জেনারেল হাসপাতালে হস্তান্তর করে। সজিব মাদক, অস্ত্র,চাঁদাবাজী, নাশকতাসহ একাধিক মামলার আসামী। সাধারন মানুষের দাবি কবে থামনে এই এসকে সজিব? কেনইবা সজিব ধরাছোয়ার বাইরে থাকে প্রশাসনের? সাধারন দর্শকদের এই রক্তের খেলা বন্ধ করা হোক।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি