সামরুজ্জামান ( সামুন), কুষ্টিয়া
২২ বছর পর আবার দেখা হলো ১৯৯৯ সালের কুষ্টিয়ার মোহিনী মোহন বিদ্যাপীঠ এর এসএসসি পাস করা বন্ধুদের। ব্যস্ততার সমস্ত বেড়াজাল সরিয়ে এদিন মিলিত হলেন ২২ বছর আগের সোনালী সময়ের স্মৃতি নিয়ে। বন্ধুদের পথ এসে মিলেছিল নাটোর, লালপুরের গ্রিণভ্যালী পার্কে। একটি বই একশোটি বন্ধুর সমান...কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরীর সমান…স্লোগানে শুক্রবার (৩ ডিসেম্বর ২১) এসএসসি ৯৯ সালের শিক্ষার্থীরা আয়োজন করে গ্র্যান্ড গেট টুগেদার অনুষ্ঠানে। দিনব্যাপী এ আনন্দ আয়োজনে ছিল, স্মৃতিচারণ, র্যাফেল ড্র, হাড়িভাঙ্গা, মোরগ লড়াই ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৭টায় সম্মিলিতভাবে কুষ্টিয়া বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার থেকে শুরু হয় আনন্দ আয়োজন।
দুপুরের খাবারের আগে শুরু হয় ‘স্মৃতিচারণ ও ৯৯ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের বন্ধুরা এতে স্মৃতিচারণ করেন। কবিতা আবৃত্তি করেন কবি আসাদুর রহমান আসাদ ৯৯ ব্যাচের বন্ধু। কৌতুক পরিবেশন করেন ৯৯ ব্যাচের বন্ধু সাইফুল ইসলাম।
দুপুরের খাবারের শেষে অনুষ্ঠিত হয় বন্ধুদের মাঝে র্যাফেল ড্র, মোরগ লড়াই খেলা শেষে সকল বন্ধুদেরকে পুরস্কার বিতরণ করা হয় ও সবশেষে সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নব্বইয়ের দশকের গান শুনিয়ে সকলকে সে সময়ে ফিরিয়ে নিয়ে যান ৯৯ বন্ধু হামিদ, শরিফ, সুমন, সোহেল, হাসান, তিতাস,জনি, গোলজার, আকরাম ও সামুন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি