নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পাদকের ব্যক্তি ইচ্ছায় সার্বিক আলোচনা বিহীন এবং বিধি বহির্ভুত পন্থায় গত ৩ডিসেম্বর’২১ ইং তারিখে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি’র মনগড়া ও একপেশে আহবায়ক কমিটি গঠনের ঘোষণায় উপজেলা বিএনপি’র অংগসংগঠনের নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ৭ডিসেম্বর’২১মঙ্গলবার দুপুর ২টায় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুরাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল আজিজ মিলন, এ্যাড: খাদেমুল ইসলাম, সাবেক জিএস আলিমুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান খোকন,হাসান মাহমুদ খান, যুববিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ, ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিন উদ্দিন প্রচার সম্পাদক নাজমুল আলম, স্থানীয় বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাহীন জোয়াদ্দার, হাটশ হরিপুর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের ১নং যুগ্মআহবায়ক মো: আশরাফুল আলম, সদস্য সচিব মোঃ শরিফুল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।