ডন ডেস্ক:-
কুষ্টিয়া মুক্ত দিবস (১১ ডিসেম্বর) উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ইমাম গাজ্জালী (র.) সমাজ উন্নয়ন সংস্থা। শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাও: মুহাম্মদ আব্দুল আউয়াল। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল আলম টুকু। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও কুষ্টিয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য দেন সংস্থার সভাপতি ইব্রাহিম খলিল। এসময় সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহারসামগ্রী দেয়া হয়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি