রাজনৈতিক সংগঠন নাগরিক ঐক্য,কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকাল ৩ টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি মিলনায়তনে বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সাথে “নাগরিক ঐক্যের কল্যাণ রাষ্ট্রের ভাবনা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক ঐক্য,কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ইবাদত আলীর সঞ্চালনায় ও কেপিসি’র সহ-সভাপতি মীর আল আরেফিন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি ডাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না।
নাগরিক ঐক্যের উদ্যোগে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা,শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, সামাজিক নিরাপত্তা,কৃষকদের জন্য বিশেষ ক্রেডিট কার্ডের ব্যবস্থা,কর্মসংস্থান সৃষ্টি,দূর্নীতি দমন,আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন,সড়ক দূর্ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আলোকপাত করেন মাহমুদুর রহমান মান্না। এছাড়াও কল্যাণ রাষ্ট্রের রূপরেখা সংক্রান্ত ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এসময় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক ডাঃ জাহিদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আনিসুর রহমান খসরু,সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া’র সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।