ডন ডেস্ক:-
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে কুষ্টিয়ায় মেয়র গোল্ডকাপ টি -২০ ক্রিকেট লীগের উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কুষ্টিয়া পৌরসভার আয়োজনে মেয়র গোল্ডকাপ টি -২০ ক্রিকেট লীগ-২০২১ এর উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র মোঃ আনোয়ার আলী। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, খেলাধূলা মানুষের মানসিক বিকাশে সহায়তা করে। দিনে অন্ততপক্ষে এক ঘণ্টা খেলাধূলা করলে, মানুষের একাগ্রতা বৃদ্ধি পায়। কাজে মন বসে। মন থেকে অশুভ চিন্তা দূর হয়ে যায়। যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে খেলাধূলার বিকল্প নাই। খেলাধূলার মাধ্যমে মানুষের মধ্যে শৃংখলা বোধ, নের্তৃত্ব দানের ক্ষমতা তৈরি হয়। এ সময় তিনি আরো বলেন, মাসব্যাপী এ খেলার মাধ্যমে কুষ্টিয়া পৌরসভার ২১ টি ওয়ার্ডের প্রত্যন্ত এলাকার খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক খেলাধুলা করার সুযোগ তৈরি হল, যার মাধ্যমে সত্যিকারের মেধাবী খেলোয়াড় বাছাই করা সহজ হবে। এ সব মেধাবী এবং দক্ষ খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলে নিজেদের দক্ষতার মাধ্যমে সারা বিশ্বের কাছে দেশের ভাব মর্যাদা আরো উজ্জল করবে। এ সময় আরো উপস্থিতিত ছিলেন কুষ্টিয়া পৌর সভার প্যানেল মেয়রসহ ২১ ওয়ার্ডের কাউন্সিলবৃন্দ, কুষ্টিয়া পৌরসভার ২১ ওয়ার্ডের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম কর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি