ডন ডেস্ক:-
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন বাগুলাট ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের জনপ্রিয় সমাজ সেবক মোঃ খায়রুল ইসলামের ফুটবল মার্কার জনসমর্থনে এলাকাবাসীর মধ্যে ঐক্যতা সৃষ্টি হয়েছে। আসন্ন ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সচ্ছ ব্যক্তিত্বের অধিকারী, উদারচেতা,উন্নয়নকামী দক্ষ এ জনপ্রতিনিধিকে মেম্বার হিসেবে পেতে ইউনিয়নের নানা শ্রেনী-পেশার সাধারন জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়েছে। মেম্বার নির্বাচিত হয়ে একটি মডেল ওয়ার্ড উপহার, সরকারি প্রণোদনার সঠিক বন্টন,মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা, সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং বৈষম্যমূলক আচরণের অঙ্গীকার করেছেন তিনি। এই জনপ্রতিনিধির গ্রহনযোগ্যতা এবং সুপরিচিতি সমগ্র বাগুলাট ইউনিয়ন এবং ৮নং ওয়ার্ড জুরে। আসন্ন ২৬ শে ডিসেম্বর নির্বাচনে স্হানীয়দের আস্হাভাজন এই সমাজসেবক মেম্বার নির্বাচিত হলে এলাকার উন্নয়ন আর আইনের সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক সাফল্য অজির্ত হবে এমন অভিমত স্হানীয়দের। মো. খাইরুল ইসলাম বলেন আমার দৃঢ় বিশ্বাস ৮ নং ওয়ার্ডবাসী আমাকে ভোট দেবে এবং আমি বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাআল্লাহ।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি