নিজস্ব প্রতিনিধি:-
ভুক্তভোগী জনগন এখনো পানি পাননি কিন্তু বকেয়া বিলসহ বিলের কাগজ হাজির
কুষ্টিয়া পৌরসভার বর্ধিত একালা ১৬ নং ওয়ার্ড এ গত অক্টোবার মাসের শেষের দিকে পানির পাইপের সংযোগের কাজ চলছিল। এলাকার জনগন পানির সংযোগের বিষয় জানতে চাইলে পৌরসভার পানির বিভাগের কর্তৃপক্ষ জানিয়েছিল আপনারা সংযোগের আবেদন করে বাড়ীর সংযোগ নিয়ে নেন এবং পানি সাপ্লায় দেবার পর থেকে ৩/৪ হাফ ইঞ্চি পাইপে মাসিক ৩২০ টাকা বিল নেওয়া হবে। সে অনুপাতে এলাকার জনগন কুষ্টিয়া পৌরসভা পানি বিভাগে ২৬০০ টাকা সহ আবেদন জমা দেন। সংবাদকর্মীকে এলাকার ভোক্তভুগি জনগন জানিয়েছেন এখন পর্যন্ত পানি সাপ্লায় দেওয়া হয় নাই এবং আমরা এখনো পানি পায় নায়। হঠাৎ গতকাল ২৩/১২/২০২১ ইং তারিখে পৌরসভা হতে পানির বিল দিয়ে যায়। সেখানে মাসিক ৩২০ টাকার বিলের স্থলে মাসিক ৫০০ টাকা বিল দেখানো হচ্ছে এবং বকেয়া এক মাস সহ বিল পাঠানো হয়েছে, যেখানে ১৬ নং ওয়ার্ডের ভুক্তভোগি জনগন এখনো পানি পায় নায়। পানির বিলের কাগজে ১৬ নং ওয়ার্ডের স্থলে ১৮ নং ওয়ার্ড দেখানো হয়েছে। আমরা সংবাদকর্মী বিলের নিচে দেওয়া নাম্বারে মুঠোফোনে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি আমাদের বলেন সে এ বিষয়ে জানেন না এবং বুঝতে পারছেন না,তাই তিনি আমাদের বলেন বিলের কাগজ নিয়ে অফিসে যোগাযোগ করতে। এই দুর্ণির শেষ কোথায় এলাকার ভুক্তভোগী জনগন এখনো পানি পায় নাই কিন্তু বকেয়া সহ বিলের কাগজ হাজির।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি