ডন ডেস্ক:-
মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) দুপুর দেড়টায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে কুষ্টিয়া পৌরসভা এলাকার মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের বৃদ্ধাশ্রমের “মা’ দের মাঝে চাল ও রান্না করা খাবার বিতরণ করা হয়। কুষ্টিয়া পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম), প্রধান অতিথি হিসেবে এ মহতী কার্যক্রম পরিচালনা করেন। পরিবার থেকে বিতাড়িত, অবহেলিত ও অসহায় মায়েদের মাঝে কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম নিজেই মমতার হাত বাড়িয়ে চাল ও রান্না করা খাবার নিয়ে হাজির হন এবং বৃদ্ধাশ্রমের “মা”দের কাছে টেনে নিজেই খাবার পরিবেশন করেন। এ সময় মায়েরা আবেগ আপ্লূত হয়ে পুনাক সভানেত্রীসহ পুনাক পরিবারের জন্য দোয়া করেন। কুষ্টিয়া পুনাক সভানেত্রী এই সময় পুনর্বাসন কেন্দ্রের ৩০ জন সদস্যের সাথে আলাদাভাবে কথাবার্তা বলে বিভিন্ন সমস্যার কথা জানতে পারেন এবং তাদের পাশে থেকে সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ প্রসঙ্গে কুষ্টিয়া পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলম বলেন, বৃদ্ধাশ্রমের “মা” দের চাহিদা খুবই সামান্য ; অন্ন আর বস্ত্র থাকলেই তারা খুশি। আমাদের এই সমাজে যাদের সামর্থ্য আছে, তারা যদি এগিয়ে আসে, তাহলে এই ধরনের (সিনিয়র সিটিজেন) “মা’দের আর কোন সমস্যা থাকবে না। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ (সহধর্মিনী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান), জনাব আনিতা আশরাফী দিবা, দপ্তর সম্পাদিকা (সহধর্মিনী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিবুল ইসলাম), ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বৃদ্ধাশ্রমের কর্মকর্তাবৃন্দ এবং পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।