নিজস্ব প্রতিনিধি:-
কুষ্টিয়া দৌলতপুরে র্যাব-১২ এর অভিযানে ৯১০ পিচ ইয়াবা সহ রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত তালতলা গ্রামের মৃত আজিজুল হক মন্ডল এর ছেলে রাকিবুল ইসলাম রানাকে আটক করেছে। পুলিশ পরিদর্শক ( শহর ও যানবাহন) সফিকুল আলম জানান, র্যাব ১২ সি পি সি-২ শুক্রবার সকাল অনুমানিক ১০ টার পরে পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় সঙ্গীয় অফিসার নিয়ে ডিউটি করাকালিন সময়ে, দৌলতপুর থানাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত তালতলা গ্রামের মৃত আজিজুল হক মন্ডল এর ছেলে রাকিবুল ইসলাম রানা অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার জন্য প্রস্তুতি নিচ্ছে । এমন সংবাদ প্রাপ্ত হয়ে সঙ্গীয় অফিসার নিয়ে অভিযান পরিচালনা করিলে রাকিবুল ইসলাম রানা র্যাব এর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে তাকে আটক করে তাহার দেহ তল্লাশি করিলে তাহার প্যান্টের পকেট থেকে ৯১০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার হয়। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে। এদিকে এলাকাবাসী জানান, রানা বর্তমান চেয়ারম্যান সিরাজ মন্ডলের আপন ভাই এর ছেলে চাচার চেয়ারম্যানির প্রভাব খাটিয়ে দীর্ঘ দিন যাবৎ বেপরোয়া ভাবে মাদক ব্যবসা করে আসছে। কিন্তু এলাকাবাসী ভয়ে কোন সময় মুখ খোলে না। কারন তারা চেয়ারম্যান সিরাজ মন্ডলের আপন ভাই এর ছেলে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি