ডন ডেস্ক:-
কুষ্টিয়ার দৌলতপুরের খান পাড়ায় রমজান আলীর 3 Star ব্রিকস এবং রিফায়েতপুর গলাকাটি মাঠের মধ্যে জহুরুলের ABC Bricks ও ডাঙমড়কার MRN Bricks এ ব্যাপক আকারে কাঠের ব্যবহার করা হচ্ছে। রমজান আলী ও জহুরুল ইসলাম যথাক্রমে দৌলতপুর ভাটা মালিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক হওয়ায় তারা নিজেদেরকে জাহির করে খড়ির ব্যাবহার করছে। তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে সরকারী নীতি বহির্ভূত ভাবে ভাটায় কয়লার পরিবর্তে কাঠের ব্যবহার করছে। ভাটাতে কাঠ পোড়ানো নিষাধাজ্ঞা থাকলেও এরা ভাটাগুলোতেই বসিয়ে নিয়েছে কাঠ ফাড়ার মেশিন স’মিল। ভাটার ২কি.মি এর মধ্যে কোন আবাস্থল না থাকার নিয়ম থাকলেও ভাটার কাছাকাছিই রয়েছে বাড়ি-ঘর। তাছাড়াও কাঠ ব্যবহার করছে নির্বিঘ্নে সংশ্লিষ্ট সবাইকে ম্যানেজ করেই। ভাটা দুটিতে খড়ির পাহাড়ের স্তুপ। এছাড়া আশে-পাশের ফসলী জমি ও ফসল ব্যাপক আকারে নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে এলাকার রাস্তাঘাট ও ঘড়-বালিতে ধুলা-বালিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। নি:শ্বাসের ভাটার ধুয়া ও ধুলা-বালি প্রবাহিত হওয়ায় অতি সহজেই জনসাধারণ শ্বাস নালী সংক্রান্ত রোগে আক্রান্ত হচ্ছে। সাধারণ জনগণ ও সূশীল সমাজ এ ব্যাপারে খুবই উদ্বেগ প্রকাশ করেছেন। তাছাড়াও এলাকার গাছ কেটে সাবাড় করে দেওয়ায়য় একদিকে যেমন বাতাসে অক্সিজেন এর পরিমাণ কমে যাচ্ছে অন্যদিকে তেমন কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ বেড়ে যাওয়ায় এলাকাবাসীর বিভিন্ন শ্বাসতন্ত্র জনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং বায়ুদূষণ বেড়ে যাওয়ায় পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। পরিবেশে ক্ষতিকর টক্সিক কার্বন মনো অক্সাইড বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী বিভিন্ন টক্সিসিটিতে আক্রান্ত হচ্ছে।