স্টাফ রিপোর্টার:-
গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে হাজী গলিতে জিকে ফার্মা সেলস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ শফিকুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর জিকে ফার্মা লিঃ। প্রধান আলোচক ছিলেন ডাঃ মোঃ মাহমুদুল হাসান বিএএমএস (ডিউট) ডিডিএম (আইসিডিডিআর) ম্যানেজার এমএইচডি এন্ড টেইনার। বিশেষ অতিথি ছিলেন মোঃ এনায়েত কবির ভাইচ চেয়ারম্যান জিকে ফার্মা লিঃ, মোঃ আসাদুজ্জামান আসাদ ডিরেক্টর (হেড অব ম্যার্কেটিং এন্ড সেলস) জিকে ফার্মা লিঃ, আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সভাপতি কুষ্টিয়া জেলা কসমেটিক ও স্টেশনারী সমিতি কুষ্টিয়া, মোঃ আনিসুর রহমান উদ্যোক্তা চেয়ারম্যান বিশ্বাস ফাউন্ডেশন কুষ্টিয়া, প্রফেসর ড. আতিকুর রহমান, দেওয়ান আক্তার“জ্জামান ডিরেক্টর ফেয়ার এনজিও কুষ্টিয়া, মোঃ আনোয়ার হোসেন এসিস্ট্রেন্ড ডিরেক্টর মার্কেটিং জিকে ফার্মা লিঃ, মোঃ বেলাল আহমেদ সাবেক কমিশনার কুষ্টিয়া পৌরসভা কুষ্টিয়া, এহেতে শামূল হক পাটনার নিঝুম এন্টারপ্রাইজ কুষ্টিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নাজিউজ্জামান চেয়ারম্যান নিঝুম এন্টারপ্রাইজ কুষ্টিয়া।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি