নিজস্ব প্রতিনিধি:-
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাড়াশি অভিযানে ৩ হাজার ২ শ' ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার ( ২৯ জানুয়ারি ) সারাদিন ব্যাপি কুষ্টিয়া সদর হাটশহরিপুর ইউনিয়নের হরিপুর বিশ্বাস পাড়ার মোঃ মেজবার বিশ্বাসের ছেলে মোঃ সোহেল রানা (৩৬)এর বসতবাড়ি থেকে ৩ হাজার পিস ইয়াবা। ও কুষ্টিয়া থানাধীন বাড়াদী স্কুল পাড়া জালাল শেখের ছেলে এ,কে শওকত আলী (৩১) এর বসতবাড়ি থেকে ৬৫ পিস ইয়াবা ও হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্ৰামে তাহজুল ইসলামের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪১) তার বাড়ি থেকে ২ শ'পিস ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া। এই সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর বেলাল হোসেন জানান, উদ্ধারকৃত অবৈধ ইয়াবা ট্যাবলেট এর বাজার মূল্য ৯ লক্ষ ৭৯ হাজার ৫ শ' টাকা প্রায়। গ্রেফতারকৃত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৩৬,৩৭,৩৮,তারিখ- ২৯/১/২০২২। আটককৃতদের কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে ইন্সপেক্টর বেলাল হোসেন আরো বলেন, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম জেলায় চলমান থাকবে। এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। এ ধরনের তৎপরতা কুষ্টিয়া জেলা কে একটি অপরাধমুক্ত জেলা হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই মাদকদ্রব্য নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি