ডন ডেস্ক:-
কুষ্টিয়ার গর্বিত সন্তান, বাংলাদেশের খ্যাতিমান সাঁতারু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,বীর মুক্তিযোদ্ধা, ডাঃ কানাই লাল শর্মার স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত " বীর মুক্তিযোদ্ধা সাঁতারু কানাই লাল স্মৃতি পাঠাগার "এ মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, "বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদের," ফাউন্ডার মেম্বার কেন্দ্রীয় যুগ্ম - সাধারণ সম্পাদক , "পাঠাগার আন্দোলন বাংলাদেশ" এর বোর্ড অব ট্রাষ্টি খুলনা বিভাগ, বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক জনাব এস.এস রুশদী, বিশেষ অতিথি ছিলেন দেশবরেণ্য আলোকিত গুনীজন, বিশিষ্ট লেখক, গবেষক ও ইতিহাসবিদ মোঃ আমজাদ হোসেন। কুষ্টিয়ার সুনামধন্য ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, সাদা মনের মানুষ, বীর মুক্তিযোদ্ধা এস.এম মাসুদ শেলী। বেসরকারী সংস্থা "গন্তব্য" এর সভাপতি, "ব্লু স্টার মডেল স্কুল" এর পরিচালক মুনির মুনতাসিম ইমাম। হোমিওপ্যাথি ডাঃ বনশ্রী শর্মা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের সভাপতি, বেসরকারি সংস্থা" পিপাসা "এর প্রধান নির্বাহী, বিশিষ্ট লেখক, গবেষক শ্যামল কুমার চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক মেরিনার কাজল শর্মা।
প্রয়াত কানাই লাল শর্মা একজন বহুমাত্রিক গুনে গুণান্বিত গুনীজন। তার রয়েছে সুদীর্ঘ আলো আধারের বৈচিত্র্যময় জীবন দর্শন। দেশজুড়ে সাঁতারু হিসেবে খ্যাতি অর্জন করলেও তিনি একজন চিকিৎসক, কবি,গীতিকার, সুরকার,গায়ক,লেখক, সংগঠক, সমাজ সেবক, সমাজ উন্নয়নে নিবেদিত প্রান, উদার মহৎ প্রকৃতির এই মানুষটি ছিলেন আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ বাস্তবায়নের এক স্বপ্নদ্রষ্টা। আধাঁর, অন্ধকারে নির্বিচারে, নিঃদ্বিধায়, নিঃস্বার্থে তিনি সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন মানব কল্যানে। তিনি চির কল্যানকামী। এই মানুষটিকে আজীবন বাঁচিয়ে রাখতে কুষ্টিয়া বাসীর প্রানের দাবী কুষ্টিয়া সুইমিংপুল তার নামে নাম করনের আবেদন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি