ডন ডেস্ক:-
কুষ্টিয়া হাইওয়ে থানা গত৷ এক মাসে মটর যান আইন অমান্য করায় ৪১৮টি মামলা দায়ের করেছে ও এর থেকে সরকারি ১৩ লক্ষ টাকা রাজ্বস আয় হয়েছে বলে যানাযায় যা ইতি পুর্বে দেখা যায়নি। মোঃ ইদ্রিস আলী জেলায় হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ হয়ে যোগ দানের পর থেকে কঠোর নজরদারির সাথে হাইওয়ে তে আইনের মর্যাদা অক্ষুন্ন রাখতে দিনরাত অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছেন।জানাযায় ৪১৮ টি মামলার মধ্যে ২৪৮ টি মামলা থ্রি হুইলার হেলপার দিয়ে চালানোর জন্য, গাড়ি চালানো অবস্থায় মুঠোফোন এ কথা বলা,হেলমেট বিহিন মটর সাইকেল চালানো, ৩ জন আরহন,অপ্রাপ্ত বয়স্ক হয়ে গাড়ি চালানো সহ অন্যান্য অভিযোগে এ ৪১৮ টি মামলা রুজু হয়। ইদ্রিস আলী যানান ভবিষ্যতে এ অভিযান চলমান থাকবে।তার এ সাফল্যে সাধুবাদ জানিয়েছেন জেলার সুধী জনেরা।