ডন ডেস্ক:-
দূর্নীতির মহাউৎসবে মেতে উঠেছেন কুষ্টিয়ার এলজিইডির ২ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স একরামুল ট্রেডিং ও মেসার্স আফসার ট্রেডিং। মেসার্স একরামুল ট্রেডিং কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্ধা থেকে শুরু করে বোরলিয়া পর্যন্ত প্রায় ২৫০০ মিটার রাস্তাটি নিম্নমানের ইট, খোয়া, প্রয়োজনমত রোলার,না করে সরকারের নিয়ম কানুনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে রাস্তাটি নির্মান কাজ চালিয়ে যাচ্ছে । একইভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আফসার ট্রেডিং নন্দলালপুর থেকে চাঁপড়া পর্যন্ত ১৪০০ মিটার রাস্তাটি নিম্নমানের ইট, খোয়া,দিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এই নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলেও তারা ক্ষমতার দাপট দেখিয়ে রাস্তা দুইটির নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে কুমারখালী উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আব্দুর রহিমের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন রাস্তা ২টির কাজের অনিয়মের অভিযোগ আমাদের কাছেও আছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে এবং এ বিষয়ে এলজিডির নির্রবাহী প্রকৌশলী জাহিদুর রহমান মন্ডলের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমি শুনেছি ঠিকাদারি প্রতিষ্ঠান টি ঐ কাজে অনিয়ম করেছে বিষয় টি তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে এ বিষয়ে গ্রামের সাধারণ মানুষ বলেন আমরা অনেক বার নিষেধ করা সত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ আমাদের কথা শুনিনি তাই আমরা বাধ্য হয়ে কয় গাড়ি ইট ফেলতে দিইনি তার পরে ও ঐ ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ কোন তোয়াক্কা করছেনা কাউকে ইচ্ছে মতো কোমা ইট বালি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে তাই আমরা গ্রাম বাসী এলজিডির উর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি এই দুই নাম্বারি কাজ যেন এখনি বন্ধ করে দেওয়া হয় সেই সাথে ভালো মানের কাজ করে আমাদের রাস্তা টি উপহার দেওয়া হয় এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর চোখ ধাধানো নিউজ দেখতে চোখ রাখুন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি