নিজস্ব প্রতিবেদক:-
দৈনিক আরশীনগর পত্রিকার আলমডাঙা অফিসের উদ্যোগে ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আজ বিকালে আলমডাঙা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএফইউজে’র সহ-সভাপতি দৈনিক আরশীনগর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আফরোজা আক্তার ডিউ। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি ও আরশীনগর সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব। বক্তব্য রাখেন আলমডাঙা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রুনু খন্দকার, সাংগঠনিক সম্পাদক কাইরুল আলম মামুন, দৈনিক আরশীনগরের স্টাফ রিপোর্টার আমিরুল ইসলাম। সভা পরিচালনা করেন দৈনিক আরশীনগর আলমডাঙা প্রতিনিধি আতিক বিশ্বাস। সবশেষে কেক কাটা ও প্রীতিভোজের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।