ডন ডেস্ক:-
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ ১৭ ফেব্রুয়ারি বিকেলে ক্লাবের কাঙাল হরিনাথ মিলনায়তনে বিএফইউজে’র সহ সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুর রহমানকে ধন্যবাদ জানান। বিভিন্ন পত্রিকায় কর্মরত কম্পিউটার অপারেটর, মেশিনম্যান, হকারসহ দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।