ডন ডেস্ক:-
রবিবার (২০ ফেব্রুয়ারি ২০২২) বিকাল ৩ টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কুষ্টিয়া পুনাক আর্ট স্কুলের ছাত্র-ছাত্রী কর্তৃক পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শহীদ মিনারের আশপাশের এলাকায় বিভিন্ন প্রকার আলপনা অংকন করা হচ্ছে। কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম নিজে উপস্থিত থেকে পুনাক আর্ট স্কুলের শিক্ষার্থীদের আলপনা অংকনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বাঙালি। প্রাণের ভাষা বাংলাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠা দুর্বার আন্দোলনে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত, জব্বার প্রমুখের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। যার ফলে বাংলা ভাষা পাই রাষ্ট্রীয় মর্যাদা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরে ৯ মাস পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মহান একুশের শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা। এটি আমাদের শোক আর গর্বের মহিমান্বিত একটি দিন। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি' গান গেয়ে শহীদদের স্মরণে বুকে কালো ব্যাজ ধারণ করে শ্রদ্ধার ফুল হাতে মানুষের পদযাত্রা চলবে শহীদ মিনার অভিমুখে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী আলপনা আঁকাতে ব্যস্ত কুষ্টিয়া পুনাক আর্ট স্কুলের শিক্ষার্থীরা। এ সময় শহীদ মিনারের আশপাশের এলাকায় কুষ্টিয়া পুনাক আর্ট স্কুলের শিক্ষার্থীদের অঙ্কিত আলপনা ও নানা রকম লেখার মাধ্যমে ফুটে উঠে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার নানা দিক।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি