স্টাফ রিপোর্টার:-
কুষ্টিয়ার বহুল প্রচারিত সাপ্তাহিক দৌলতপুর বার্তা’র উদ্যোগে “শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে ভাঙ্গন : কারণ,প্রতিকার এবং নাগরিক ভাবনা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি-২০২২) সকাল ১১.৩০ টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র কাঙ্গাল হরিনাথ মিলনায়তনে সাপ্তাহিকী’র ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম রেজা বাচ্চু’র সঞ্চালনায় ও উপদেষ্টা সম্পাদক মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ ক্লাবের সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব। তিনি বলেন,পরিবেশের শত্রুরা যাতে কুষ্টিয়া থেকে এক ইঞ্চি বালু তুলতে না পারে সে জন্য গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। বালু উত্তোলনের কারণেই নদী ভাঙ্গন সৃষ্টি হয়েছে। পরিবেশের শত্রুদের নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বার্থে জনতার কমিটির আহব্বায়ক স. ম লাভলু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার। আলোচনা সভার সভাপতি মোতাছিম বলেন,নদীভাঙ্গনের কারণে পদ্মানদী রক্ষা বাধ,শিক্ষাপ্রতিষ্ঠান,ঘরবাড়ী,মসজিদসহ বিভিন্ন স্থাপনা বর্তমানে হুমকির মুখে। অনতিবিলম্বে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবহ্বান জানান বক্তারা।