ডন ডেস্ক:-
র্যাব-১২,সিপিসি-১,কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৬/02/২০২২ ইং তারিখ সকাল ১১:৩০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন এনএস রোডস্থ লাভলী টাওয়ারের সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৮ লিটার চোলাইমদ, যাহার আনুমানিক মূল্য-১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা, মোবাইল ফোন-০২টি, সিম-০২টি এবং নগদ ৬১০/- (ছয়শত দশ) টাকা সহ ০২ জন আসামী ১। মো. আরিফুল ইসলাম (৩৬), পিতা-মোঃ বাদশা, সাং-পশ্চিম মজমপুর এবং ২। নরেশ চন্দ্র রায় (৬৭), পিতা-মৃত রাখাল চন্দ্র রায়, সাং-দেশালিপাড়া উভয় থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীদ্বয়কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি