ডন ডেস্ক:-
২৫ ফেব্রুয়ারি ২০২২ ইং শুক্রবার সন্ধায় দিশা অডিটোরিয়ামে বিশিষ্ট চিকিৎসক ডাঃএ. এফ.এম আমিনুল হক রতন বাংলাদেশ -ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ার ও ইসলামী বিশ্ববিদ্যালয় হতে পিএইচ ডি ডিগ্রী অর্জন করায় সংবর্ধনা ও ভারত – বাংলাদেশ মৈত্রী ৫০ বছর উপলক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ – ভারত সম্প্রীতি পরিষদ কুষ্টিয়া জেলার শাখার সহ-সভাপতি ও সংবর্ধনা পর্ষদ এর আহবায়ক অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শেখ আবদুস সালাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম।সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ – ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি ও পিএইচ ডি ডিগ্রি অর্জনকারী বিশিষ্ট চিকিৎসক কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ এ.এফ.এম আমিনুল হক রতন (পিএইচ ডি) ।স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ – ভারত সম্প্রীতি পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক নিতাই কুমার কন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া শহর আওয়ামীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, আওয়ামীলীগ নেতা হাবিবুর হক পুলক, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া আইনজীবী সমিতি সভাপতি এ্যাড. আক্তারুজ্জান মাসুম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ জামাল উদ্দীন মোল্লা, বাংলাদেশ -ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্নসাধারন সম্পাদক অভি চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমী সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম,কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুল মোমেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ দেলদার হোসেন,সিভিল সার্জন কুষ্টিয়া ডাঃ আনোয়ারুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার পাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ড. নওয়াব আলী খান। সংবর্ধনা অনুষ্ঠানে ডাক্তার,শিক্ষক, রাজনৈতিকবিদ,ব্যবসায়ী, চাকুরীজীবী, সাংবাদিক,ইউপি চেয়ারম্যান, ক্লিনিক মালিক সহ সমাজের বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।