ডন ডেস্ক:-
কুষ্টিয়া সদর উপজেলার একটি ভুট্টা ক্ষেত থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহরিয়ার নাজিম ওরফে শুভ (১৯) বারুইপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ভুট্টা ক্ষেতে তাঁর লাশ পাওয়া যায়। লাশের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন নেই। তাঁর দুই কানে ইয়ারফোন লাগানো ছিল।মুঠোফোনও বুকপকেটে ছিল। কলেজে ভর্তি হওয়ার জন্য টাকা নিয়েছিল নিহতের পরিবার সূত্রে জানা যায়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ১০ নং উজান গ্রামের চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লা জানান, গত ২৪ ফেব্রুয়ারি বিকাল থেকে শুভকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মৃত্যুর ঘটনাটি আমি শুনেছি, ইবি থানা ওসির বরাত দিয়ে তিনি বলেন, লাশের কোথাও কোনো ক্ষত চিহ্ন দেখতে পাননি বলে থানা ওসি জানিয়েছেন। ব্যস্ততার কারণে আমি ঘটনাস্থলে যেতে পারি নাই। কিছুক্ষণ পরে নিহত কলেজছাত্রের বাড়িতে তার পরিবারের লোকজনের সাথে দেখা করব। বিষয়টি সুষ্ঠু তদন্ত হলে ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা না অন্য কিছু, পরিষ্কার বোঝা যাবে। আমার জানামতে নিহত ওই ছাত্রের সাথে সাথে কারো কোনো বিরোধ ছিল না।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন কলেজে ভর্তির জন্য শাহরিয়ার তাঁর বাবার কাছ থেকে গত বৃহস্পতিবার পাঁচ হাজার টাকা নেন। কিন্তু এ টাকা অন্যত্র খরচ করে আবার টাকা চান। এ নিয়ে রাগারাগি করে শুক্রবার বাড়ি থেকে বের হন তিনি। পরে আর ফিরে আসেননি। রোববার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ভুট্টাখেতে তাঁর লাশ পাওয়া যায়। কী কারণে মৃত্যু হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। সুরতহাল শেষে থানায় একটি জিডি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।