ডন ডেস্ক:-
মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) সন্ধ্যা ৭টায় কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া নামক স্থানে বাউল সম্রাট ফকির লালন স্মরণোৎসব ২০২২ এর প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। লালন স্মরণোৎসব উদযাপন উপলক্ষে লালন একাডেমি চত্বর সহ আশপাশের এলাকায় সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক সহ লাখ লাখ লালন ভক্ত অনুরাগীদের সমাগমের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম চলমান থাকে। লালন স্মরণোৎসব উপলক্ষে প্রথম দিনে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। মোঃ ইসমাইল হোসেন, এনডিসি, বিভাগীয় কমিশনার, খুলনা, প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুষ্টিয়া বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহ এর দর্শন ছিল দেশ প্রেম ও মানবপ্রেম। তার গান মানুষকে করেছে মানবতাবাদি, হৃদয় কে করেছে আকাশের মত উদার আর সাগরের মতো গভীর। লালন স্মরণ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক কুষ্টিয়াএ সময় আরো উপস্থিত ছিলেন মৃণাল কান্তি দে, উপ-পরিচালক স্থানীয় সরকার, এডভোকেট আখতারুজ্জামান মাসুম, বিজ্ঞ জিপি, আলহাজ্ব গোলাম মহসিন, সভাপতি, জেলা জাসদ, আলহাজ্ব রফিকুল ইসলাম টুকু, সাবেক ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, ডাক্তার এ এফ এম আমিনুল হক রতন সাধারণ সম্পাদক বিএমএ, মোঃ রবিউল ইসলাম, নির্বাহী পরিচালক, দিশা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ শাহিনুর রহমান, প্রফেসর ইংরেজি বিভাগ ও সাবেক উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট লালিম হক, বিশিষ্ট লেখক ও গবেষক, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ, লাখ লাখ লালন ভক্ত অনুরাগী, দর্শনার্থী, শিল্পী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য এবং অন্যান্য উপস্থিতি।