নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়া জেলার সকল বালি মহাল এবার ভাগাভাগি করে নিয়েছে সেই পুরানো সিন্ডিকেট। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চক্রটি কুষ্টিয়া জেলা প্রশাসনের রাজস্ব শাখার ইজারা বিজ্ঞপ্তির জাতীয় ও স্থানীয় পত্রিকা বান্ডিল ধরে খরিদ করে টেন্ডার বিজ্ঞপ্তি কাউকে জানতে দেয়নি। ফলে অন্যান্য বারের চেয়ে এবার কম সংখ্যক সিডিউল বিক্রি হয়েছে এবং সিন্ডিকেট করে টেন্ডার দাখিল করেছে। নিজেরা বালিমহাল ভাগাভাগি করে নেওয়ায় সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ পূনঃ টেন্ডার দাবী করেছে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম বলেন, এখনও কোন টেন্ডার চুড়ান্ত হয়নি। কাউকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি। সরকারের রাজস্বের কথা বিবেচনা করে প্রয়োজনে পূনঃ টেন্ডার দেওয়া হবে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি