সেলিম রেজা বাচ্চু:-
পূর্ব শত্রুতার জের ধরে কৃষকের উপর প্রতিপক্ষের হামলার ঘটনায় ২ জন আহত হয়েছেন। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭ টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিশ্ববাধ এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে একই এলাকার কৃষক দিদার হোসেন ও আর ছেলে রুমন গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন। তারা এখন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । আহতের পরিবারের বরাতে জানা গেছে, সোমবার আহত দিদার হোসেনের খেসারি ক্ষেত খেয়ে তুসরুপাত করে প্রতিবেশী আইজদ্দীনের ৪টি ছাগল। এই ঘটনায় দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সোমবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭ টায় একই আইজদ্দীন এবং দুই ছেলে সাইদুল ইসলাম,শুভ সহ অজ্ঞাতনামা ১০/১২ জন মুখোশধারী সন্ত্রাসী হাসুয়া দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে দিদার হোসেনের বাড়িতে অনধিকার প্রবেশ করে ভাংচুর শুরু করেন। অভিযুক্তদের হামলা বন্ধ করতে বললে আহতদের উপর চড়াও হয় হামলাকারীরা। আহতদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশী অসিম,আব্দুল করিমসহ স্থানীয়রা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পযর্ন্ত এ বিষয়ে দৌলতপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি