ডন ডেস্ক:-
ভেড়ামারা উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে এবং মিষ্টি ও দধির দোকানে সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পেট্রোল পাম্পগুলোতে ফায়ার লাইসেন্স না থাকা, ওজনে কম দেয়া, ওজন মাপা স্কেলের বিএসটিআই সনদ না থাকা, ক্যালিব্রেশন চার্ট না থাকা ইত্যাদি অপরাধে তিনটি পেট্রোল পাম্পে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া দধি উৎপাদনে বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার অপরাধে এক দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট চারটি মামলায় সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় ভেড়ামারা থানার এস আই রফিকসহ সঙ্গীয় আনসার সদস্যরা সহযোগিতা করে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসটিআই খুলনা কার্যালয়ের পরিদর্শক মোঃ আলমাস মিয়া ও আশিকুজ্জামান।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি