কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে ক্যানিং পূর্বের দেউলী টু এর উদ্দোগে তৃনমূল দলের রাজনৈতিক সম্মেলনের সূচনা করেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক এবং পশ্চিম বাংলার সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আই সি ডি এস কমিটির সহসভাপতি ও ক্যানিং পূর্বের বিধায়ক জনাব সওকাত মোল্লা। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের ক্যানিং টু পঞ্চায়েত সমিতি র কার্যকারি সহ সভাপতি জনাব মোক্তার শেখ এবং কর্মদক্ষ জনাব হালিম মিদ্দে ও কর্মদক্ষ আবু জাফর মীর এবং ক্যানিং পূর্বের ছাত্র ও যুবনেতা বাহারুল ইসলাম ও আসান মোল্লা। এই সভায় তৃনমূল দল কে শক্তিশালী করতে সকলের কাছে আবেদন জানান এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে দলকে আরো ভালো ফল করার জন্য প্রস্তুতি নিতে আহবান জানান। এই সভায় ভীড় উপচে পড়ার মতো অবস্থা দেখে যায়। ক্যানিং পূর্বের বিভিন্ন অঞ্চল থেকে তৃনমূল দলের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি