ডন ডেস্ক:-
কুষ্টিয়া সদরের ১ নং হাটশ হরিপুর ইউনিউনের ২ নং ওয়ার্ড এ গত ২৮ শে মার্চ রাতে মোঃ বাবুর বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে। বাবু ব্যবসার কাজে কুষ্টিয়ার বাইরে থাকার সুযোগে, জীবন (৩২) পিতা – সাত্তার ও তার সহযোগীরা , রাত ১০ টায় তার বসত বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে গিয়ে বাবুর স্ত্রী ও মেয়েকে একা দেখতে পায়। এ সময় বাবুর স্ত্রী ও মেয়েকে দেশি অস্ত্রের মুখে জিম্মি করে এবং ধর্ষনের চেষ্টা করে। বাবুর মেয়ে চিত্কার করলে আসামিরা নগদ অর্থ, সোনার চেইন আংটি ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। এভাবেই সেই রাতের ঘটনার বর্ননা দিতে ছিল বাবুর স্ত্রী। বাবুর স্ত্রী আরো বলেন, অনেক দিন ধরেই খারাপ প্রস্তাব দিয়ে আসছিল আসামিরা। এদের মধ্যে আসামি জীবন BRB তে চাকরি করার সুবাদে তার বিভিন্ন সহকর্মীর ভিন্ন ভিন্ন নাম্বার থেকে কল করেও হুমকি দিত তার প্রস্তাবে রাজি হওয়ার জন্য। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় সেদিন রাতে তারা এ ঘটনা ঘটায়। এ বিষয়ে বাবুর স্ত্রী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে বাবু বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেননা, তবে তার মেয়ের কাছ থেকে জানতে পারে আসামি জীবন তার স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল। পরে এলাকার মানুষ ছুটে এলে আসামি ও তার সহযোগীরা পালিয়ে যায়। এই ঘটনার আগেও আসামিরা বাবুর স্ত্রীকে ধর্ষন চেষ্টা করেছিল। কিন্তু আসামিদের বাবা ও আসামি গন পা ধরে মাফ চাইলে বাদি সেই বারের মত মাফ করে দেয় বলে সাংবাদিক- দের জানান বাদি নিজে। কিন্তু আবারও এমন ঘটনার পুনরাবৃতি হওয়ায় এবং বাদিকে উল্ট অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ায় তিনি বাধ্য হয়ে থানায় অভিযোগ করছেন। এ বিষয়ে আসামি জীবনের সাথে কথা বলার জন্য মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।