ডন ডেস্ক:-
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর জামে মসজিদ, এ মিলাদ মাহফিলের শিরনি বিতরণ ও মসজিদের জলাশয় বাৎসরিক লীজ দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী আব্দুস সালামকে (৫৭)-সহ অন্ততঃ ১০জন আহত হয়েছে। শুক্রবার (১৫ই এপ্রিল, ২০২২ইং) জুম্মার নামায শেষে মসজিদ প্রাঙ্গণে সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুস সালামের গ্রুপের সাথে সিরাজুল ইসলাম ফড়ং গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে হাজী আব্দুস সালামকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও ফড়ং গ্রুপের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ফড়ং (৫৫), মানিক (৩৭), রফিকুল ইসলাম চাঁদ (৩৪), শহিদুল ইসলাম (৪৩), সোহান (১৯), রতন (২১), সৈকত (১৪) কে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুম্মার নামায শেষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ফড়ং মসজিদে মিলাদ ও শিরনি দেওয়ার কথা বললে হাজী আব্দুস সালাম গ্রুপের আব্দুল আলিম নামে একজন বাধা সৃষ্টি করে। পরবর্তীতে মসজিদে মিলাদের ছিন্নি ও মসজিদের জলাশয় বাৎসরিক লীজের ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুস সালামের সাথে সিরাজুল ইসলাম ফড়ং গ্রুপের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্ততঃ ১০জন আহত হয়। স্থানীয়রা আহত হাজী আব্দুস সালামকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।