ডন ডেস্ক:-
আজ ৫ বৈশাখ (১৮ এপ্রিল) গ্রামীণ সাংবাদিকতার প্রবাদপুরুষ কাঙাল হরিনাথ মজুমদার এর ১২৬ তম তিরোধান দিবস। তিনি ছিলেন একাধারে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত, মহান শিক্ষক, সমাজসেবক ও সংস্কারক এবং বাউল সাধকও বটে। বাংলা ভাষায় গ্রামীণ সাংবাদিকদের ইতিহাস লিখতে যে কয়জন সাংবাদিকের নাম আসে তাদের মধ্যে কাঙাল হরিনাথ মজুমদার অন্যতম।অভাব অনটনের মাঝে বড় হলেও অবহেলিত সমাজের বৈষম্য তুলে ধরতে এবং তৎকালীন জমিদারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে ১৮৬৩ সালে ‘গ্রামবার্তা প্রকাশিকা’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন তিনি। সেই পত্রিকায় লেখনীর মাধ্যমেই অবহেলিত মানুষের হৃদয়ে জায়গা করে নেন কাঙাল হরিনাথ মজুমদার। সংগ্রাম করেছেন মানুষের অধিকার আদায়ে জন্য। পত্রিকাটি প্রথমে মাসিক প্রকাশিত হলেও পরবর্তীতে সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয়। পত্রিকাটি দীর্ঘ ২৫ বছর প্রকাশিত হয়। এ সময় কাঙাল হরিনাথ একাধারে সংবাদ সংগ্রহ, সম্পাদনা এবং পত্রিকা প্রকাশ করতেন। আবার নিজেই পত্রিকা পাঠকের দ্বারপ্রান্তে পৌঁছে দিতেন।তৎকালীন ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকার মাধ্যমে ইংরেজ শাসক, নীলকরদের নির্যাতন, জোতদার, মহাজন ও পুলিশের অত্যাচার-নির্যাতনের কথা নিয়মিতভাবে প্রকাশ করা হতো। কাঙাল হরিনাথের নিঃস্বার্থ, প্রতিবাদী, সাহসী লেখনী বন্ধ করতে পারেনি ইংরেজ শাসক ও নীলকর, জোতদার মহাজনরা। শত বাধা উপেক্ষা করে তিনি নিঃস্বার্থভাবে লিখেছেন অন্যায়ের বিরুদ্ধে। সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে জমিদারদের রোষানলে পড়েন তিনি। কিন্তু এ সময় লালন ফকির কাঙাল হরিনাথের পাশে দাঁড়ান। নিয়মিত ১০ বছর কলকাতা থেকে প্রকাশের পর ১২৮০ বঙ্গাব্দে মথুরানাথ ছাপাখানা (এমএনপ্রেস) নামের প্রেস স্থাপন করেন কাঙাল হরিনাথ।তার স্মৃতি রক্ষার্থে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা সংলগ্নে গড়ে তোলা হয়েছে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর। দর্শনীয় নির্মাণশৈলীর দুইতলা ভবনে কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের গ্যালারিতে ১৬৬টি নিদর্শন রয়েছে। মনোরম নিরিবিলি পরিবেশে অবস্থিত লাইব্রেরিতে বইয়ের সংখ্যা রয়েছে প্রায় পাঁচশ। এছাড়াও রয়েছে একটি আধুনিক মিলনায়তন, যার আসন সংখ্যা শতাধিক।কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের মিউজিয়ামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ এহসানুল হক বার্তা২৪.কম’কে বলেন, সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের তিরোধান মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবারই থাকে নানান আয়োজন কিন্তু করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাখা জাদুঘর সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরে এবার কোন অনুষ্ঠান হচ্ছে না।কাঙাল হরিনাথ গ্রামীণ সাংবাদিকতার প্রবাদপুরুষ। এই যুগেও তার মতো সাংবাদিক প্রয়োজন।’ বলে মনে করেন সাংবাদিক নেতৃবৃন্দ।