ডন ডেস্ক:-
কুষ্টিয়ার ১০ নারী সাংবাদিকের হাতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রশিক্ষনের সনদ ও সম্মানী তুলে দেন সিনিয়র তথ্য অফিসার আমীরুল আজম। আজ দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র কাঙাল হরিনাথ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এসব তুলে দেন। এতে সভাপতিত্ব করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও বাংলাদেশ উইমেন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আফরোজা আক্তার ডিউ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, যুগ্ম সাধারন সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু।