ডন ডেস্ক:-
কুষ্টিয়ার কুমারখালীতে মাইক্রোবাস সহ ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত ১০ টার দিকে চড়াইকোল রেলগেট এলাকা থেকে ফেনসিডিল সহ দুজনকে আটক করা হয়। আটকরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দনুসারা গ্রামের বেলাল হোসেনের ছেলে রাসেল মিয়া (২৮) ও কুমারখালীর শিবরামপুর গ্রামের ইসলামের ছেলে উজ্জ্বল (৩৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিডিত্তে কুমারখালী থানার সাব ইন্সপেক্টর কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চড়াইকোল রেলগেট এলাকা থেকে কুমারখালী অভিমুখী নোহা মাইক্রোবাসে তল্লাশি চালান। এসময় মাইক্রোবাসের মধ্যে থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে মাইক্রোবাস সহ আটক দুজনকে কুমারখালী থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, মাইক্রোবাস ও ফেনসিডিল সহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার হয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি