ডন ডেস্ক:-
কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট(CCIU), কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। কুষ্টিয়া জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিবুল ইসলাম (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে বিভিন্ন ব্র্যান্ডের ২৩(তেইশ) টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান হতে(কুষ্টিয়া হতে ০৭টি, ঢাকা হতে-০৪টি, ব্রাহ্মনবাড়ীয়া হতে-০১টি, যশোর হতে-০২টি, কিশোরগঞ্জ হতে-০১টি, ময়মনসিংহ হতে-০১টি, ঝিনাইদহ হতে-০১টি, নাটোর হতে-০১টি, খুলনা হতে-০১টি, বগুড়া হতে-০১টি, জয়পুরহাট হতে-০১টি, জামালপুর হতে-০১টি, রাজবাড়ী হতে-০১টি) উদ্ধারসহ বিকাশ ব্যাংকিং মাধ্যমে প্রতারণাকৃত ৭৫,০০০/- টাকা ভোলা ও গাজীপুর জেলা হতে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় উদ্ধারকৃত টাকা অদ্য ২১/০৪/২০২২ খ্রিঃ তারিখে পুলিশ সুপার মহোদয় প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। প্রধান অতিথি মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন, মোবাইল হারিয়ে/চুরি হয়ে গেলে জিডি কিংবা মামলা করার পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ আনিসুল ইসলাম ,পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, কুষ্টিয়াসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যবৃন্দ।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি