ডন ডেস্ক:-
কুষ্টিয়ার ভেড়ামারা চাঁদগ্রামের হাজারো জনতার নয়নের মনি জনগণের প্রিয় ও পরীক্ষিত নেতা চাঁদগ্রামের সিদ্দিক মার্ডারকে কেন্দ্র করে ষড়যন্ত্রের রাজনীতির শিকারে পরিণত হন। হত্যাকান্ডের কয়েকদিনের মধ্যে র্যাব জড়িতদেরকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। তাদের ছায়া তদন্তে বেরিয়ে আসে রাজনৈতিক নেতারা এই অপরাধে জড়িত এমন কোন স্বীকারোক্তি তারা ধৃতদের নিকট থেকে পান নি। মামলাটির তদন্ত চলছে। ইতোমধ্যে আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া জেলা জাসদ স্থায়ী জামিন পেয়েছেন। মামলার আরো এজাহার নামীয় আসামীদেরও কয়েকজন জামিন পেয়েছেন। আজ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৪ নং চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্দুল হাফিজ তপন এর অন্তর্বত্নী কালীন জামিনে সম্মতি দিয়েছেন মহামান্য উচ্চ আদালত। আলহাজ্ব আব্দুল আলিম স্বপন ও তার অনুজ অাব্দুল হাফিজ তপনের মুক্তির দাবিতে পোস্টার ও মিছিল প্রচারণা করে জনগণ। জসগণের প্রিয় নেতা বলেই দ্রুতই জনতার মাঝে ফিরে আসলেন সত্য যুদ্ধের বিজয়ী হওয়ার সৌভাগ্য নিয়ে। শান্তিপূর্ণ চাঁদগ্রাম পূণঃ প্রতিষ্ঠার সংগ্রাম অহিংস নীতিতে অগ্রসর হবে এমনটাই প্রত্যাশা জনগণের।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি