ডন ডেস্ক:-
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ধর্ষন মামলার এজাহার নামীয় পলাতক আসামী হেলাল শেখ (২৮) নামে এক নব নির্বাচিত ইউপি সদস্য গ্রেফতার হয়েছে। র্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামী কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ও চাপড়া ইউনিয়ন পরিষদের ৫ নাম্বার ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য। র্যাব জানায়,রবিবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল কুমারখালী থানার মামলা নং-১২, তারিখ-১০ এপ্রিল ২০২২ ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী/২০০৩) সালের আইনের ৯(৩)/৩০ এর এজাহারনামীয় পলাতক ২ নং আসামী হেলাল শেখ (২৮) কে কুষ্টিয়া সদর উপজেলা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৪টি সীম এবং নগদ-১২,৯৩৪ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।