ডন ডেস্ক:-
কুষ্টিয়ার নারী ফুটবলারদের মাঝে ঈদের পোশাক প্রদান করা হয়েছে। গতকাল জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ এর ব্যক্তিগত উদ্যোগে ৩০জন নারী ফুটবলার ও ক্রিকেটারের মাঝে ঈদের পোশাক প্রদান করা হয়। খুলনা বিভাগীয় ও কুষ্টিয়া জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন লাবলুর বাস মালিক সমিতির কার্যালয়ে পোশাক প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ও কুষ্টিয়া জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন লাবলু। বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদাত উল আনাম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কাদেরী সবু, জেলা নারী ফুটবল টিমের কোচ আনিচুর রহমান আনিচ। নারী ফুটবলাররা ঈদের পোশাক পেয়ে আনন্দ প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন লাবলু বলেন, আফরোজা আক্তার ডিউ এর মতো সবাই যদি নারী ফুটবলারদের পাশে এগিয়ে আসে তাহলে আমাদের ক্রীড়াঙ্গন আরও উজ্জল হবে। কুষ্টিয়ার মেয়েরা খেলাধুলার বিভিন্ন ইভেন্টে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনছে। অনুষ্ঠানে আফরোজা আক্তার ডিউ বলেন, নারী ফুটবলারদের জেলা টিমের ম্যানেজারের দায়িত্ব পালনকালে আমি দেখেছি কুষ্টিয়ার মেয়েরা একটু পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা পেলে আরও অনেক ভালো করবে। আমাদের নিজ নিজ ক্ষেত্র থেকে সাধ্যমত তাদের পাশে দাঁড়াতে হবে।