রাশেদুল ইসলাম বিপ্লব:-
বিস্তির্ণ পদ্মার বুকে হবে সেতু এ যে অলিক, এ যে ধূমকেতু। স্বপ্ন যে সত্যি হলো আজ, অবাক বিশ্বের রাজাধিরাজ। শেখ হাসিনার বিশ্ব কাঁপানো উন্নয়ন,
স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান। কেঁপে উঠেছে বিশ্ব মোড়লের তাসের ঘর, শত ষড়যন্ত্র ছিন্ন করে সেতু হলো পদ্মার পর। মুক্তিযুদ্ধের বাতিঘর, বাঙালির ঠিকানা,
বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা। উন্নয়নে গাত্রদাহ, করছে নানা প্রোপাগান্ডা, রুখতে হবে পাকিদের, উড়াও লাল সবুজের ঝান্ডা। পদ্মা সেতু উন্নয়নে নেইকো কোন জুড়ি, কিসিঞ্জার তুমি মিথ্যা বলেছো বাংলাদেশ নয় তলাবিহীন ঝুড়ি। তোমার দেশের এলিচ আইল্যান্ডে আত্মার আহাজারি, তোমাদের অন্তরে বিষ মুখে মানবতার ফুলঝুরি। পদ্মাসেতুকে কলংকিত করেছো, গুটিয়ে নিয়েছো হাত, শেখ হাসিনার দেশপ্রেম উন্নয়নে হয়েছো কুপোকাত। পদ্মাসেতু এতো সেতু নয় বাঙালির প্রাণ, স্বনির্ভরতার প্রতীক, নিজের পায়ে দাঁড়াবার সম্মান। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দীপ্ত শপথ,
এ যে শেখ হাসিনার দেশজুড়ে অব্যাহত উন্নয়নের রথ।
পদ্মাসেতু তুমি এপার ওপারের জনতার অটুট বন্ধন,
তুমি শেখ হাসিনার উন্নয়নের চ্যালেঞ্জ, বাঙালির প্রাণের স্পন্দন।
রাশেদুল ইসলাম বিপ্লব
সভাপতি,কুষ্টিয়া কবিতা পরিষদ।