ডন ডেস্ক:-
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আমিরুল ইসলাম আমু এর ২৭ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ ২০ শে অক্টোবর ২০২২ইং বাদ আছর ঘোড়া ঘাটে কয়া ইউনিয়নবাসীর উদ্দোগে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় মরহুম আমিরুল ইসলাম আমু এ’র বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী মজিবর রহমান মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন- মরহুম আমিরুল ইসলাম আমু ছিলেন সর্বজন প্রিয় ব্যক্তিত্ব কয়া ইউনিয়নের সফল চেয়ারম্যান। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক।মৃত্যুর আগ পর্যন্ত আমু মানুষের কল্যাণে আত্নোৎসর্গ করে ছিলেন। উদার নৈতিক চিন্তাধারার মানুষ মরহুম আমিরুল ইসলাম আমু তাঁর কর্মের মধ্যেই বেঁচে থাকবেন। অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন বিল্লাল হোসেন,শাপলা ক্লিনিকের মালিক বশির আল- হেলাল,আনোয়ার হোসেন বাবু,ওলিদ উদ্দিন বিশ্বাস, মরহুম আমু চেয়ারম্যানেরর ছেলে জহরুল ও জয় প্রমুখ। বায়তুন ইসলাম জামে মসজিদের ইমাম হাফেজ মৌলানা হাবিবুল্লা মেজবা -এর পরিচালনায় মিলাদ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।