ডন ডেস্ক:-
বৃহস্পতিবার (২ জুন ২০২২) সকাল ৯ টায় কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিট বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এক কুচকাওয়াজ প্যারেডের আয়োজন করা হয়। খুলনা রেঞ্জের ডিআইজি ড: খ: মহিদ উদ্দিন, বিপিএম (বার) প্যারেড সালামী গ্রহণ করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় উপস্থিত ছিলেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ডিআইজি মহোদয় নিবিড় ভাবে প্যারেড পরিদর্শন করেন এবং গুণগত মান বিচার করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। এ সময় তিনি কুষ্টিয়া জেলা পুলিশের এমটি ইউনিটের মোটরগাড়ি সরেজমিনে পরিদর্শন করেন এবং ঠিকমত রক্ষণাবেক্ষণ করার নির্দেশ প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া জেলার ৭টি থানার অফিসার ইনচার্জ সহ কুষ্টিয়া জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।