ডন ডেস্ক:-
কুষ্টিয়া জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তুষ্ট হয়ে পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন খুলনা রেঞ্জ ডিআইজি ড: খ: মহিদ উদ্দিন।সোমবার (৬ জুন ২০২২) কুষ্টিয়া জেলা পুলিশ সুপারকে দেয়া এক বিশেষ বার্তায় কুষ্টিয়া জেলা পুলিশ সদস্যদের কাজের প্রশংসা করে সন্তুষ্ট প্রকাশ করেন তিনি। এর আগে গত ২ জুন ২০২২ বৃহস্পতিবার কুষ্টিয়া জেলার রিজার্ভ অফিস বার্ষিক, হিসাব শাখা ষান্মাসিক, দৌলতপুর থানা ও ভেড়ামারা সার্কেল দ্বি-বার্ষিক পরিদর্শনে আসেন খুলনা রেঞ্জ ডিআইজি ড: খ: মহিদ উদ্দিন। সে সময় তিনি কুষ্টিয়া জেলা পুলিশের বার্ষিক প্যারেড সালামী গ্রহণ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) শুভ উদ্বোধন এবং কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় অংশ গ্রহণ করেন। বিশেষ বার্তায় কুষ্টিয়া জেলা পুলিশ সদস্যদের উদ্দেশ্য রেঞ্জ ডিআইজি ড: খ: মহিদ উদ্দিন বলেন, পরিদর্শন প্যারেডে অংশগ্রহণকারী অধিকাংশ পুলিশ অফিসারদের পোশাক-পরিচ্ছদ, সাজ-সজ্জা, শারীরিক উপযুক্ততা এবং টার্ন-আউট ছিল সন্তোষজনক। প্যারেড অনুষ্ঠানের পর পুলিশ অফিসের তৃতীয় তলায় সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেলের শুভ উদ্ধোধন করা হয়েছে। সাইবার অপরাধ দমনে সুন্দর পরিবেশে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল (CCIC) প্রস্তুত করা হয়েছে, যা দেখে আমি আনন্দিত। রেঞ্জ ডিআইজি ড: খ: মহিদ উদ্দিন আরো বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সাইবার অপরাধ একটি আন্তর্জাতিক সমস্যা। সাইবার অপরাধের খপ্পরে পড়ে তরুন সমাজের একাংশ নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শ হতে বিচ্যুত হয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিবাদ, আর্থিক অপরাধ, প্রতারনা, নারীদের সম্মানহানি, সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে দেশকে অন্ধকারে ঠেলে দেয়ার পায়তারায় লিপ্ত হয়। এক্ষেত্রে পেশাগত এবং প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতার সম্মিলিত প্রয়োগের মাধ্যমে সর্বাত্মক ব্যবস্থা গ্রহন করা আবশ্যক। আমি প্রত্যাশা করি সাইবার অপরাধ দমনে সরকারের গৃহীত সিদ্ধান্ত উপলব্ধি করে আপনি এবং আপনার অধীনস্থ পুলিশ সদস্যগন অত্যন্ত নিষ্ঠা, সততা, ঐকান্তিকতা ও পেশাদারিত্বের সাথে সাইবার অপরাধ নির্মূলে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে যাবেন। কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিট পরিদর্শনে পুলিশ সুপার ও তার অধীনস্থদের আন্তরিকতা এবং সুষ্ঠু ভাবে দায়িত্ব পালন করায় সুন্দরভাবে পরিদর্শন সম্পাদন করা সম্ভব হয়। পরিদর্শন উপলক্ষে সুষ্ঠু দায়িত্ব পালন সহ সাইবার অপরাধ নির্মূলে উদ্যোগ গ্রহন করার জন্য পুলিশ সুপার সহ তার মাধ্যমে কুষ্টিয়া জেলার সকল পুলিশ সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ। এদিকে গত সোমবার (২ জুন ২০২২) সকাল ৯ টায় রেঞ্জ ডিআইজি ড: খ: মহিদ উদ্দিন নিবিড় ভাবে প্যারেড পরিদর্শন করেন এবং গুণগত মান বিচার করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। এ সময় তিনি কুষ্টিয়া জেলা পুলিশের এমটি ইউনিটের মোটরগাড়ি সরেজমিনে পরিদর্শন করেন এবং ঠিকমত রক্ষণাবেক্ষণ করার নির্দেশ প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। পরে কুষ্টিয়া জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি এ সময় কুষ্টিয়া জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের অফিস সেটিং ও সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন নিকট ভবিষ্যতে দেশে সাইবার অপরাধ দিন দিন বাড়তে থাকবে। সুতরাং বিষয়টি মাথায় রেখে এখন থেকেই পুলিশ সদস্যদের নিয়মিত সাইবার রিলেটেড সকল ধরণের ট্রেনিং করিয়ে দক্ষ জনবল বাড়িয়ে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে হবে। এদিন দুপুর সাড়ে ১২ টায় কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিট বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভা'র আয়োজন করা হয়। খুলনা রেঞ্জের ডিআইজি ড: খ: মহিদ উদ্দিন, বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উক্ত বিশেষ কল্যাণ সভায় অংশ গ্রহণ করেন। প্রধান অতিথি একে একে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে অনেক প্রেষণা মূলক বক্তব্য রাখেন এবং নিয়মিত বিভিন্ন ট্রেনিং ও চর্চার মাধ্যমে দক্ষতা অর্জন করে জনগণকে কাংখিত সেবা দেওয়ার নির্দেশনা প্রদান করেন। বিট পুলিশিং জোরদার করে আইন শৃঙ্খলা ঠিক রাখার ব্যাপারে তাগিদ প্রদান করেন। সভাপতির বক্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয়ের সার্বিক নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া জেলা পুলিশ আইন শৃঙ্খলা সহ সকল ধরনের সরকারি দায়িত্ব ঠিকভাবে প্রতিপালন করে যাচ্ছে এবং ভবিষ্যতে তা আরো ভালো ভাবে সম্পন্ন করার ব্যাপারে দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ডঃ এস এম ফরহাদ হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন - সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া জেলার ৭টি থানার অফিসার ইনচার্জ সহ কুষ্টিয়া জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি