ডন ডেস্ক:-
শনিবার (১৮ জুন ২০২২) বিকাল ৩ টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে সকল শিক্ষক – শিক্ষিকাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার কুষ্টিয়া ও সভাপতি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার এ সময় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন সমস্যার বিষয়ে শিক্ষক – শিক্ষিকাদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ পূর্বক তা সমাধানের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া তার বক্তব্যে বলেন, কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বর্তমানে ২৬১৭ জন ছাত্র – ছাত্রীর জন্য ৫২ শিক্ষক – শিক্ষিকা বিদ্যমান আছে। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে শৃঙ্খলা, শিক্ষার মান ও পরিবেশ ভাল এবং ধারাবাহিকভাবে বিগত পরীক্ষা সমূহের ফলাফল ভাল ছিল এবং তা ধরে রাখার জন্য সকল শিক্ষক – শিক্ষিকাদের প্রতি জোর তাগিদ দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ নাজমুল আরেফিন, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, মোঃ শাহজাহান, সহকারী প্রধান শিক্ষক এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক – শিক্ষিকা মন্ডলী প্রমুখ।