ডন ডেস্ক:-
কুষ্টিয়ায় খোকসা ঝরে পড়ে একাধিক তাজা প্রাণ। বিশেষজ্ঞরা এর কারণ হিসেবে চিহ্নিত করেন বাসস্ট্যান্ডে নির্মিত অপরিকল্পিত আইল্যান্ডকে যার ফলে মহাসড়কটি দৃষ্টিকটুভাবে সংকুচিত হয়ে যায়। এই বিষয়টির প্রতি গত ২১শে জুন মঙ্গলবার খোকসার কৃতি সন্তান মাননীয় অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব বৈজয়ন্ত বিশ্বাস (ভিক্টর) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করেন এবং দুর্ঘটনা নিরসনের লক্ষ্যে মহাসড়ক সম্প্রসারণের বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান। পরদিনই সড়ক বিভাগ খোকসা বাসস্ট্যান্ড সরেজমিনে পরিদর্শন করে। এরই ধারাবাহিকতায় সড়ক বিভাগ আজ বাসস্ট্যান্ডের আইল্যান্ড অপসারণের কাজ শুরু করেছে। এজন্য মাননীয় অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব বৈজয়ন্ত বিশ্বাস (ভিক্টর) মহোদয়ের প্রতি খোকসাবাসী ও খোকসার কন্ঠর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সৃষ্টিকর্তা যেন এভাবেই আপনাকে বারবার অসহায় মানুষের পাশে দাঁড়াবার শক্তি দান করেন। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি সড়ক বিভাগকে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য। খোকসা বাসস্ট্যান্ডের বাস্তব চিত্র তুলে ধরার জন্য যে সমস্ত সুধীজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ যারা বিষয়টি নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে মহোদয় ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি